class 6 Math model test 2025 , sastho sreni ganit model test 2025

 

১ম মুল্যায়ন পরীক্ষা-২০২৫

শ্রেণিঃ ষষ্ঠ 

বিষয়ঃ গণিত

সময়ঃ :৩০ ঘণ্টা                                                            ‍পূর্ণমানঃ১০০

                        ( ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণ  জ্ঞাপক  )

 

১. সংক্ষেপে উত্তর দাওঃ-                                        ২০ =২০

১। সার্থক অঙ্ক কয়টি?

ক. ১টি     খ. ২টি    গ. ৮টি     ঘ. ৯টি

২। দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়-

ক. মেট্রিক রীতি           খ. অকটেন রীতি

গ. দশ গুণোত্তর রীতি   ঘ. ভগ্নাংশ রীতি

৩। ৫ মিলিয়নে কত লাখ?

ক. ১ লাখ          খ. ৫০ লাখ      গ. ৫৫ লাখ      ঘ. ৫০০ লাখ

৪। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের ওপর নির্ভর করে?

ক. আকৃতির ওপর            খ. অবস্থানের ওপর

গ. বিকৃতির ওপর             ঘ. ভগ্নাংশের ওপর

৫। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ও ০ প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?

ক. ১টি       খ. ৪টি        গ. ৯টি       ঘ. ১০টি

নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০ এগুলোকে অঙ্কও বলা হয়।

৬। উদ্দীপকে উলিস্নখিত সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি?

ক. ১টি    খ. ৪টি        গ. ৯টি      ঘ. ১০টি

৭। উদ্দীপকের শেষ তিনটি অঙ্ক নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?

ক. ৮০৯      খ. ৮৯০     গ. ৯০৮        ঘ. ৯৮০

৮। ৫৬৩___ এর ফাঁকা স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮          খ. ৩        গ. ২            ঘ. ১

৯। একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক ০ (শূন্য) হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?

ক. ৩          খ. ৪         গ. ৭       ঘ. ৯

১০। ৫ থেকে ১০ এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টি?

ক. ১টি          খ. ২টি      গ. ৩টি         ঘ. ৪টি

১১। নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক?

ক. ৫৪৩, ১২৩            খ. ১৪৪, ১৮৯

গ. ১২৫, ১৩৫              ঘ. ২১০, ১৪৩

১২। দুটি সংখ্যার গুণফল ৬২৫, এদের গ.সা.গু. ৫ হলে এদের ল.সা.গু. কত?

ক. ৭৫             খ. ১০০       গ. ১২৫          ঘ. ১৫০

১৩। নিচের কোন সংখ্যাটি সব সংখ্যার গুণনীয়ক?

ক. ৪      খ. ৩       গ. ২          ঘ. ১

১৪। ৫০০ কোটিতে কত বিলিয়ন?

ক. ৫         খ. ৪          গ. ৩        ঘ. ২

১৫. ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

(ক) ৩টি           (খ) ৪টি

(গ)  ৫টি           (ঘ) ৬টি

১৬.নিচের কোনটি পরস্পর সহমৌলিক?

(ক) ১২, ১৮      (খ) ১৯, ৩৮

(গ) ২২,২৭       (ঘ) ২৮,৩৫

১৭. ১২, ১৮ এনং ৪৮ এর গসাগু কত?

(ক) ৩   (খ) ৬

(গ) ৮   (ঘ) ১২

১৮. অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?

(ক) ৮টি           (খ) ৯টি

(গ) ১০টি          (ঘ) ১১টি

১৯. এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে—

i. মৌলিক সংখ্যা ৪টি

ii. যৌগিক সংখ্যা ৪টি
iii. বিজোড় সংখ্যা ৫টি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii            (খ) i ও iii

(গ) i ও iii            (ঘ) i, ii ও iii

২০. ৬৪৩৫ সংখ্যাটি বিভাজ্য—

i. ৩ দ্বরা             ii. ৫ দ্বারা

iii. ৯ দ্বারা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii            (খ) i ও iii

(গ) ii ও iii           (ঘ) i, ii ও iii

class 6  Math model test 2025 , sastho sreni ganit model test 2025

২। জারিফ জাওয়াদকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় যে ২, ০, ৩, ৮, ৭৩৪ লিখলো। জারিফ জাওয়াদকে ৪৭৫ ২ লিখে বললো এমন কিছু অংক যা চিহ্নিত স্থানে বসালে প্রতিক্ষেত্রে গঠিত সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হয়।

(ক) জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা গুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখ।

(খ) দেখাও যে জাওয়াদের লেখা অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য।

(গ) চিহ্নিত স্থানে কোন কোন অংক বসবে তা নির্নয় কর?

৩। জাবিদ অতিক্রান্ত মোট পথের ১০ অংশ রিক্সায়, অংশ সাইকেলে, د অংশ হেঁটে এবং অবশিষ্ট ২ কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে ৫ মিনিট সময় লাগে।

(ক) ১০.৫ও কে মানের উর্ধ্বক্রমে সাজাও।

(খ) অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্নয় কর।

(গ) জাবিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে?


৪। একটি পানিভর্তি বালতির ওজন কেজি। বালতির a * 2/8 ওজন কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় কর। 2/8 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন নির্নয় কর।

ক) ১৬  কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।

থ) বালতির       অংশ পানির ওজন নির্ণয় কর।

গ) খালি বালতির ওজন নির্ণয় কর।

class 6  Math model test 2025 , sastho sreni ganit model test 2025