class 6 Math model test 2025 , sastho sreni ganit model test 2025

 

১ম মুল্যায়ন পরীক্ষা-২০২৫

শ্রেণিঃ ষষ্ঠ 

বিষয়ঃ গণিত

সময়ঃ :৩০ ঘণ্টা                                                            ‍পূর্ণমানঃ১০০

                        ( ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণ  জ্ঞাপক  )

 

১. সংক্ষেপে উত্তর দাওঃ-                                        ২০ =২০

১। সার্থক অঙ্ক কয়টি?

ক. ১টি     খ. ২টি    গ. ৮টি     ঘ. ৯টি

২। দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়-

ক. মেট্রিক রীতি           খ. অকটেন রীতি

গ. দশ গুণোত্তর রীতি   ঘ. ভগ্নাংশ রীতি

৩। ৫ মিলিয়নে কত লাখ?

ক. ১ লাখ          খ. ৫০ লাখ      গ. ৫৫ লাখ      ঘ. ৫০০ লাখ

৪। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের ওপর নির্ভর করে?

ক. আকৃতির ওপর            খ. অবস্থানের ওপর

গ. বিকৃতির ওপর             ঘ. ভগ্নাংশের ওপর

৫। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ও ০ প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?

ক. ১টি       খ. ৪টি        গ. ৯টি       ঘ. ১০টি

নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০ এগুলোকে অঙ্কও বলা হয়।

৬। উদ্দীপকে উলিস্নখিত সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি?

ক. ১টি    খ. ৪টি        গ. ৯টি      ঘ. ১০টি

৭। উদ্দীপকের শেষ তিনটি অঙ্ক নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?

ক. ৮০৯      খ. ৮৯০     গ. ৯০৮        ঘ. ৯৮০

৮। ৫৬৩___ এর ফাঁকা স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮          খ. ৩        গ. ২            ঘ. ১

৯। একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক ০ (শূন্য) হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?

ক. ৩          খ. ৪         গ. ৭       ঘ. ৯

১০। ৫ থেকে ১০ এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টি?

ক. ১টি          খ. ২টি      গ. ৩টি         ঘ. ৪টি

১১। নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক?

ক. ৫৪৩, ১২৩            খ. ১৪৪, ১৮৯

গ. ১২৫, ১৩৫              ঘ. ২১০, ১৪৩

১২। দুটি সংখ্যার গুণফল ৬২৫, এদের গ.সা.গু. ৫ হলে এদের ল.সা.গু. কত?

ক. ৭৫             খ. ১০০       গ. ১২৫          ঘ. ১৫০

১৩। নিচের কোন সংখ্যাটি সব সংখ্যার গুণনীয়ক?

ক. ৪      খ. ৩       গ. ২          ঘ. ১

১৪। ৫০০ কোটিতে কত বিলিয়ন?

ক. ৫         খ. ৪          গ. ৩        ঘ. ২

১৫. ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

(ক) ৩টি           (খ) ৪টি

(গ)  ৫টি           (ঘ) ৬টি

১৬.নিচের কোনটি পরস্পর সহমৌলিক?

(ক) ১২, ১৮      (খ) ১৯, ৩৮

(গ) ২২,২৭       (ঘ) ২৮,৩৫

১৭. ১২, ১৮ এনং ৪৮ এর গসাগু কত?

(ক) ৩   (খ) ৬

(গ) ৮   (ঘ) ১২

১৮. অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?

(ক) ৮টি           (খ) ৯টি

(গ) ১০টি          (ঘ) ১১টি

১৯. এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে—

i. মৌলিক সংখ্যা ৪টি

ii. যৌগিক সংখ্যা ৪টি
iii. বিজোড় সংখ্যা ৫টি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii            (খ) i ও iii

(গ) i ও iii            (ঘ) i, ii ও iii

২০. ৬৪৩৫ সংখ্যাটি বিভাজ্য—

i. ৩ দ্বরা             ii. ৫ দ্বারা

iii. ৯ দ্বারা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii            (খ) i ও iii

(গ) ii ও iii           (ঘ) i, ii ও iii

class 6  Math model test 2025 , sastho sreni ganit model test 2025

২। জারিফ জাওয়াদকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় যে ২, ০, ৩, ৮, ৭৩৪ লিখলো। জারিফ জাওয়াদকে ৪৭৫ ২ লিখে বললো এমন কিছু অংক যা চিহ্নিত স্থানে বসালে প্রতিক্ষেত্রে গঠিত সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হয়।

(ক) জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা গুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখ।

(খ) দেখাও যে জাওয়াদের লেখা অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য।

(গ) চিহ্নিত স্থানে কোন কোন অংক বসবে তা নির্নয় কর?

৩। জাবিদ অতিক্রান্ত মোট পথের ১০ অংশ রিক্সায়, অংশ সাইকেলে, د অংশ হেঁটে এবং অবশিষ্ট ২ কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে ৫ মিনিট সময় লাগে।

(ক) ১০.৫ও কে মানের উর্ধ্বক্রমে সাজাও।

(খ) অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্নয় কর।

(গ) জাবিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে?


৪। একটি পানিভর্তি বালতির ওজন কেজি। বালতির a * 2/8 ওজন কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় কর। 2/8 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন নির্নয় কর।

ক) ১৬  কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।

থ) বালতির       অংশ পানির ওজন নির্ণয় কর।

গ) খালি বালতির ওজন নির্ণয় কর।

class 6  Math model test 2025 , sastho sreni ganit model test 2025

Math Model Question class five 2025, panchom srenir ganit prosno 2025

Math Model Question class five 2025,   panchom srenir ganit prosno 2025

অঙ্গনা স্কুল

১ম মুল্যায়ন পরীক্ষা-২০২৫

শ্রেণিঃ পঞ্চম 

বিষয়ঃ গণিত

সময়ঃ :৩০ ঘণ্টা                                                                 ‍            পূর্ণমানঃ১০০

                        ( ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণ  জ্ঞাপক  )

 

. সংক্ষেপে উত্তর দাওঃ-                                                                  ২০ =২০

. বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?

একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?

একটি বিস্কুটের মূল্য টাকা হলে ৫টি বিস্কুটের মূল্য কত?

. ১৮ এর গুণনীয়ক গুলো লিখ

. ১০টি কলা থেকে ৫টি কলা বিক্রি করলে আর কয়টি কলা থাকে। সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো?

. ৬টি কলমের সাথে ৪টি কলম যোগ করলে মোট কয়টি কলম হবে?

একটি বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ছিল। জানুয়ারি মাসে ৮০ জন নতুন ছাত্র ভর্তি হলো। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?

. এক ডজন পেন্সিলের দাম ৮৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?

. কোনো ভাগ অঙ্কে ভাজক , ভাগফল ১২ এবং ভাগশেষ হলে, ভাজ্য কত?

১০. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৩৪, ভাজক এবং ভাগশেষ হলে, ভাগফল কত?

১১. ৩৮ হালি ডিমের দাম ১২১৬ টাকা। ১টি ডিমের দাম কত?

১২. ৯৩৫০০ ÷ ১০০= কত?

১৩. ভাজক ১০, ভাগফল ১০ ভাগশেষ হলে, ভাজ্য কত হবে ?

১৪. ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

১৫. কুইন্টাল = কত?

১৬. চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখ ?

১৭. দিনে কত ঘন্টা?

১৮. , , , , অংঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা লিখ।

১৯. বন্ধনী প্রতীকগুলো লেখো।

২০ একটি ত্রিভুজের সংখ্যা বাহু আছে, -এর মান কত?

Math Model Question class five 2025,

(নিচের যেকোনো ১০ টি অংক সমাধান কর )

২। মাতা কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। মাতার বয়স কন্যার বয়সের গুণ।

) মাতা কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কতগুণ।                   

 ) মাতার বয়স কত?                                                                                        

) ১০ বছর পর মাতা কন্যার বয়সের সমষ্টি কত হবে?                           

 

৩। ৩টি মোবাইল ফোন ২টি টেলিভিশনের দাম একত্রে ৯৮০০০ টকা। ১টি মোবাইল ফোনের দাম ১১৭৫০ টাকা।

 ) ৩টি মোবাইল ফোনের দাম কত?                                                             

) ১টি টেলিভিশনের দাম কত?                                                                                           

) ১টি টেলিভিশন ১টি মোবাইল ফোনের দাম কত?                               

 

৪। ১জন শ্রমিক সপ্তাহে ২১০০ টাকা আয় করেন এবং মাসে ৮৩৫০ টাকা ব্যয় করেন। বাকি টাকা সঞ্চয় করেন।

) তিনি দৈনিক কত টাকা আয় করেন?                                                       

) তার মাসিক সঞ্চয় কত?                                                                             

) ৪৫৫০ টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে?                       

 

৫। ১৫টি শার্ট ১২টি প্যান্টের মূল্য একত্রে ১৪৫৫০ টাকা। একটি শার্টের মূল্য ৪৫০ টাকা।

 ) ১৫টি শার্টের মূল্য কত?                                                                            

 ) ১টি প্যান্টের মূল্য কত?                                                                             

                     গ) ৩২৫০ টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে?                                                   

 Math Model Question class five 2025,

৬। ১০ জনে একটি কাজ ১৫ দিনে শেষ করে এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়।

 ) জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?                                      

) ১০ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়?                                     

) ৫দিনে কাজটি শেষ করতে চাইরে কতজন লোকের প্রয়োজন?             

 . প্যাকেট বিস্কুট এবং বোতল পানীয়ের মূল্য একত্রে টাকা। প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং বোতল পানীয়ের মূল্য ১২ টাকা :

() এবং সম্পর্ক একটি  গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ             ২

() এর মান নির্ণয় কর যখন = ১০                                             ৩

() এর মান নির্ণয় কর যখন = ১২০                                           ৩

 

. বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য সেমি :
(
) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?                                                         
(
) এরকম ৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?                             

 Math Model Question class five 2025,

. লসাগু নির্ণয় করঃ                                       ২+৩+৪

   () ,  () ,,  () ,,৮,১০

১০. আয়ত বর্গগুলো অঙ্কন করি।

  () আয়তঃ ভূমি সেমি, উচ্চতা সেমি                                     ৩

  () আয়তঃ ভূমি সেমি, উচ্চতা সেমি                                     ৩
  (
) বর্গঃ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি                                              ৩

    

১১. একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে?                     

 

১২. তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা ১৮ মিনিট পরপর, হলুদ রং এর ঘণ্টা ১৫ মিনিট পরপর এবং সবুজ রং এর ঘন্টা ১২ মিনিট পরপর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে, পুনরায় কখন একসাথে বাজবে?